সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবসের পদযাত্রা ও আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৩

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে র‌্যালী, পদযাত্রা আলোচনা সভা হয়েছে। পাশাপাশি এদিনে বিনামূল্যে ৫শতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষাসহ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিস কেয়ার এন্ড ফিজিওথেরাপী সেন্টারের আয়োজনে শহরের খুলনা রোড মোড় হতে এক র‌্যালি বের হয়।  র‌্যালী শেষে পলাশপোল ডায়াবেটিস কেয়ার এন্ড ফিজিও থেরাপি সেন্টার চত্বেরে আলোচনা সভা হয়।

ডায়াবেটিস কেয়ার এন্ড ফিজিও থেরাপি সেন্টারের চেয়ারম্যান ডা. শেখ মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা দত্ত, জেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক,  মেডিকেল অফিসার ডা. আমান, প্রভাষক ডা. হাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ডায়াবেটিস কেয়ার এন্ড ফিজিও থেরাপী সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক ডায়াবেটিস রোগীকে ফ্রী ডায়াবেটিস পরীক্ষা চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর