১৭ দিনে ১৫০ যানবাহনে আগুন

নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৩

 

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে ঘিরে সহিংসতার পর ১৩ নভেম্বর পর্যন্ত ১৫০টি যানবাহনে আগুন দেওয়া খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি আগুন দেওয়া হয়েছে রাজধানী ঢাকাতে। যানবাহনের মধ্যে বাসে বেশি আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় ফায়ার সার্ভিস।

২৮ অক্টোবর ঢাকায় সহিংসতার পর ১৩ নভেম্বর পর্যন্ত ১৭ দিনের মধ্যে একদিন হরতাল, ৪ দফা মিলে ৯ দিন অবরোধ ডাকে সরকারবিরোধী দলগুলো।

ফায়ার সার্ভিস বলছে, তাদের হিসাবে গড়ে দৈনিক পাঁচটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রাতের তুলনায় দিনে বেশি আগুন লাগানো হয়েছে। মোট ৯৪টি বাস, ৩টি মাইক্রোবাস, ২টি প্রাইভেট কার, ৮টি মোটরসাইকেল, ১৩টি ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ১টি অ্যাম্বুলেন্স, ২টি পিকআপ, ২টি সিএনজিচালিত অটোরিকশা, ১টি নছিমন, ১টি লেগুনা, ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি, পুলিশের ১টি গাড়িতে  আগুন দেওয়া হয়। এছাড়া বিএনপির পাঁচটি কার্যালয়, আওয়ামী লীগের এক কার্যালয়, একটি পুলিশ বক্স, একটি কাউন্সিলর কার্যালয়, দুটি বিদ্যুৎ কার্যালয়, একটি বাস কাউন্টার দুটি শোরুম পুড়েছে এ সময়ে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর