চবির ফারসি বিভাগে তালা ঝুলালেন শিক্ষার্থীরা

সৈয়ব আহমেদ সিয়াম, চবি
১৪ নভেম্বর ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফারসি ভাষা সাহিত্য বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা। এতে বিভাগের চলমান তৃতীয় বর্ষের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর, ২০২৩) সকাল সাড়ে ৮টার দিকে বিভাগের অফিস পরীক্ষার হলে তালা দেওয়া হয়। পরীক্ষায় বহিষ্কার হওয়ার এক বছরেও কোনো সিদ্ধান্ত না আসায় তালা দেন  সংক্ষুব্দ দুই শিক্ষার্থীসহ তার সহকর্মীরা।

 ২০২২ সালের নভেম্বর মাসে বিভাগের ২য় বর্ষের ২০৪ নম্বর কোর্সের পরীক্ষায় মাহমুদুল ইসলাম হাসিব হাবিবুর রহমান নকল করে ধরা পড়েন। এরপর তাদের ২য় বর্ষের ফলাফল আটকিয়ে দেওয়া হয়।

এদিকে নিয়মানুযায়ী তাদের পরীক্ষার খাতা রেজিস্ট্রার অফিসে পাঠানো হয়। কিন্তু গত এক বছরে বিষয়ে কোনো সিদ্ধান্ত চবির শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে আসেনি।  ফলে দুই শিক্ষার্থী এখনো পর্যন্ত ২য় বর্ষের রেজাল্ট পাননি। এমনকি তারা ৩য় বর্ষেও ভর্তি হতে পারেননি। ঘটনায় ভুক্তভোগী দুই শিক্ষার্থী ছাত্রলীগের ভিএক্স গ্রুপের অনুসারী তাদের বন্ধুরা বিভাগের অফিস কক্ষ পরীক্ষার হলে তালা দেন।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর