সাতক্ষীরায় ৩২১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৩

সাতক্ষীরায় ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে বরাদ্দ ধরা হয়েছে ৩২১ কোটি টাকা। মঙ্গলবার (১৪ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন- সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. রুহুল হক, সাতক্ষীরা- আসনের সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য জগলুল হায়দার  পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অশোক কুমার পাল, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রমুখ।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর