মন্তব্য
সাতক্ষীরায় ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে বরাদ্দ ধরা হয়েছে ৩২১ কোটি টাকা। মঙ্গলবার (১৪ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন- সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য জগলুল হায়দার পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অশোক কুমার পাল, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রমুখ।
বিডি/কিশোর কুমার/সি/এমকে