হামাস সদস্যদের আত্মসমর্পণের আহবান জানিয়েছে ইসরাইলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩

ফিলিস্তিনের সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় হামাসের ঘাঁটি রয়েছে দাবি করে সেখানে অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।  একই সঙ্গে হামাসের সদস্যদের আত্মসমর্পণ করার জন্যও আহ্বান জানিয়েছে তারা। খবর আল জাজিরা।

 বুধবার হামলার বিষয়ে এক বিবৃতি দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তারা বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আল শিফা হাসপাতালের নির্দিষ্ট কিছু অংশে হামলা চালাচ্ছে আইডিএফ। এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা.মুনির আল বুরশ বলেছেন,  ইসরাইলি সেনারা মেডিকেল কমপ্লেক্সের পশ্চিম দিকে অভিযান চালাচ্ছে। সেখানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ধোঁয়াও উড়তে দেখা গেছে। হাসপাতালের ভেতরেই বড় ধরনের বোমা হামলা হয়েছে বলে মনে করছেন তিনি।

এদিকে আল শিফা হাসপাতালের  কর্মীদের তথ্যানুসারে, এখনো ৬৫০ জন রোগী রয়েছেন হাসপাতালে। রোগীর বাইরে হাসপাতালের ভেতরে আর পাঁচ থেকে সাত হাজারের মতো মানুষ আছে। ইসরাইলি স্নাইপার ড্রোন হামলার কারণে বাস্তুচ্যুত এসব মানুষ সেখানে আটকা পড়েছে। এছাড়াও এক হাজারেরও বেশি চিকিৎসাকর্মী ভেতরে আটকা পড়েছে। জ্বালানি ওষুধ সংকটের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের কোনো চিকিৎসা দিতে পারছেন না বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

বিডি/আই/এমকে


মন্তব্য
জেলার খবর