একইদিনে মাঠে নেমে জয় পেল আর্জেন্টিনা ও ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৩

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জাপানের বিপক্ষে নেমে - গোলে জয় পেয়েছে আর্জেন্টাইন যুবারা। মঙ্গলবার (১৪ নভেম্বর) ইন্দোনেশিয়ার জালাক হারুপাত স্টেডিয়ামে সহজেই জয় পাওয়ায় শেষ ষোলোতে ওঠার আশা ভালোভাবে টিকে রইলো আকাশী-সাদা জার্সিধারীদের।

এদিকে একই দিন মাঠে নেমে নিউ ক্যালেদোনিয়ার বিপক্ষে ৯- গোলের বড় ব্যবধানে জয় পায় ফুটবলের আরেক পরাশক্তি ব্রাজিল।  দ্বিতীয় ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা জয় পেলেও এ বিশ্বকাপের প্রথম ম্যাচে তাদের হারতে হয়েছিল।  দ্বিতীয় দিনের ম্যাচে ব্রাজিলের পরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা।

এদিন আর্জেন্টিনার হয়ে তিনটি গোল করেন- ক্লাউদিও ইচেবেরি, ভ্যালেন্তিনো আন্দ্রেস অ্যাকুনা আগুস্তিন ফ্যাবিয়ান রুবের্তো। জাপান দল থেকে একটি গোল করেন রেন্তো তাকাওকা। গোলের ব্যবধানে এক অপরে পিছেয়ে থাকলেও ম্যাচজুড়ে দুই দলের লড়াইটা প্রায় সমান ছিল। তবে  বল দখলে জাপানই এগিয়ে ছিল, ৫২ শতাংশ। শট নেওয়ার দিক থেকে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ১৫টি শটের মধ্যে ছয়টি গোলের লক্ষ্যে রাখতে পেরেছিল। জাপানের ৯ শটের গোলের লক্ষ্য রাখতে পারে মাত্র দুটি। ম্যাচ শুরুর মিনিটের এক ফ্রি-কিকে লিড পেয়েছিল আর্জেন্টিনা। গোলটি করেন ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড ক্লাউদিও। এর দুই মিনিট পরই অ্যাকুনা গোলের ব্যবধান দ্বিগুণ করেন।

শুরুর ঝড় সামলেও লড়াইয়ে ফেরার চেষ্টা চালানো জাপান প্রথমার্ধে গোলের দেখা পায়নি। ৫০ মিনিটে শতারো শিবাতা ডি-বক্সে সতীর্থের উদ্দেশে ছোট শট নেন। তিন ডিফেন্ডারের চোখ ফাঁকি দিয়ে গোলবারের সামনে থেকে পা বাড়িয়ে বল জালে জড়ান তাকাওকা। এরপর ৮৭ মিনিটে সমতায়ও ফেরার একটা সুযোগ পায় তারা। কিন্তু বল জালে জড়ালেও আর্জেন্টিনার গোলরক্ষককে বাধা দেওয়ায় গোলটি বাতিল করে রেফারি শেষ পর্যন্ত  আর গোলের দেখা পায়নি তারা। শেষদিকে অতিরিক্ত অষ্টম মিনিটে রুবের্তোর শটে বল ঢুকে যায় যায় জাপানের জালে। ফলাফল হিসেবে - গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির উত্তরসূরীরা।

 

বিডি/এস/এমকে

 


মন্তব্য
জেলার খবর