বায়ু দূষণের তালিকায় বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। এর পরেই রয়েছে পাকিস্তান। আর ভারতের অবস্থান তৃতীয়।২০২০ সালের এই পরিস্থিতি ওঠে এসেছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পরিমাপকারী সংস্থা আইকিউএয়ারের এক প্রতিবেদনে।
বায়ুর মান পরিমাপে ফুসফুসের জন্য ক্ষতিকর পার্টিকুলেট ম্যাটার বা পিএম২.৫ হিসেবে পরিচিত বস্তুকণার ঘনত্বের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে সংস্থাটি। তথ্য সংগ্রহ করা হয়েছে ১০৬টি দেশের। সংস্থাটি বলছে, ২০২০ সালে বাংলাদেশে বায়ুতে পিএম-২.৫ এর উপস্থিতি ছিল প্রতি ঘনমিটারে ৭৭ দশমিক ১, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া সীমার চেয়ে সাত গুণ বেশি। পাকিস্তানে এই মাত্রা ছিল ৫৯.০ ও ভারতে ছিল ৫১.৯। এর আগের বছর বাংলাদেশে বায়ুতে এই কণার উপস্থিতি ছিল আরও বেশি, ৮৩ দশমিক ৩০। আর ২০১৮ সালে ছিল ৯৭ দশমিক ১০।
বায়ু দূষণে শীর্ষ রাজধানীর তালিকায় আছে ভারতের রাজধানী নয়া দিল্লি। বিশ্বের মোট ৫০টি সর্বাধিক দূষিত শহরের মধ্যে ৩৫টিই ভারতের। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। রাজধানীর বায়ুতে দূষিত কণার উপস্থিতির পরিমাণ প্রতি ঘনমিটারে ৭৭ দশমিক ১। আর বাংলাদেশের সবচেয়ে দূষিত শহর হচ্ছে মানিকগঞ্জ।
বায়ু দূষণের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মঙ্গোলিয়া, পঞ্চম স্থানে আফগানিস্তান, ষষ্ঠ স্থানে ওমান, সপ্তম স্থানে কাতার, অষ্টম স্থানে কিরগিজস্থান, নবম স্থানে ইন্দোনেশিয়া এবং দশম স্থানে বসনিয়া হার্জেগোভিনা।
এমকে