বর্তমান পরিস্থিতিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন আর সংলাপের কোনো সুযোগ নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সঙ্গে এটাও বলেছেন, গণতন্ত্র চর্চা করা গণতান্ত্রিক রাজনৈতিক দল সংলাপ চায় না– এমন কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আছে, আজ নির্বাচনের তফসিল ঘোষণা হলে সংলাপ করবেন কবে, পাল্টা সে প্রশ্নও রাখেন ওবায়দুল কাদের।
বুধবার (১৫ নভেম্বর) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ওবায়দুল কাদের।
বিএনপি তাদের শর্তগুলো প্রত্যাহার করে সংলাপে বসতে চাইলে আপনারা সংলাপ করবেন কিনা? প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখন আর সেটা নিয়ে চিন্তা নেই। সে সময় চলে গেছে।
বিডি/আরডি/এমকে