রাজধানী ঢাকায় নির্বাচন কমিশন (ইসি) ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ভবনের ভেতরে দর্শনার্থীদের প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নৈরাজ্য এড়াতে এ নিরাপত্তা নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যার পরে তফসিল ঘোষণা করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।
নির্বাচন ভবনের চারপাশের সড়কে পুলিশ ও ব্যাবের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে ইসি ভবন এলাকা পরিদর্শন করেছেন ঢাকা মেটোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানে। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, তফসিল ঘোষণা হবে। তাই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য এসেছি।
এদিকে, ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, তফিসল ঘিরে বুধবার বিকালে কমিশনের ২৬তম সভা হবে। এরপর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কাজী হাবিবুল আউয়া। ওই ভাষণে তফসিলের ঘোষণা দেবেন সিইসি। বিটিভি ও বেতারে সরাসরি সম্প্রচার হবে সিইসির ভাষণ।
বিডি/এন/এমকে