সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠনের আশা ইইউর

নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৩

অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আগামী সরকার গঠন করবে বাংলাদেশ। এমনটাই আশা করছে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। তাছাড়া নির্বাচন নিয়ে আলাদা করে আলোচনা করেনি তারা।

বুধবার (১৫ নভেম্বর)  সাংবাদিকদের ব্রিফ্রিংকালে বিষয়টি জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তার আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইইউর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র, শ্রম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব।

বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র-সচিব আরও জানান- আমরা বলেছি, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ দরকার। তফসিল ঘোষণার পরে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে।

বৈঠকে পোশাক কারাখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোনো প্রশ্ন করেনি ইইউর প্রতিনিধি দল। ইইউর প্রতিনিধি বলেছে, ৫৬ ভাগ মজুরি ঘোষণার সঙ্গে সবাই একমত নন।তারা ইতোমধ্যে বিভিন্ন অংশীজনদের সঙ্গে দেখা করেছে। বর্তমানে শ্রম খাতে বিরাজমান অবস্থা দ্রুত ঠিক হয়ে যাবে বলেও তারা আশা করছে, জানান পররাষ্ট্র সচিব।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর