ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এমন অভিযোগ এনে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।
অভিযুক্ত হচ্ছেন- শহরের দত্তপাড়া (হাসপাতাল রোড) এলাকার মৃত মতিউর রহমানের ছেলে রাজন মিয়া (৪০)।
মামলার এজহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে শহরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। অভিযুক্ত রাজন মিয়া তার পরিবারের আগে থেকেই পরিচয় আছে। সোমবার (১৩ নভেম্বর) সকালে পড়ানোর কথা বলে শিশুটিকে নিজের বাসায় নিয়ে যায় রাজন। সেখানেই শিশুটির উপর নিপীড়ন চালানো হয়। এদিকে সেখান থেকে ফেরার পর ঘটনাটি ভুক্তভোগীর কাছে থেকে জানতে পারে তার পরিবার।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান জানান, আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতার চেষ্টা অব্যহত রয়েছে।
বিডি/ হুমায়ুন কবির/সি/এমকে