নীলফামারীর ডোমারে বুধবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে জানো প্রকল্পের সহযোগিতায় উপজেলা ওয়াটস্যান কমিটির সভা হয়েছে।
উপজেলা ওয়াটস্যান কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা, সোনারায় ইউপি চেয়ারম্যান ফিরোজ কবির চৌধুরী, জোড়াবাড়ি ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হাবিব বাবু, জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরশিয়া রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোজম্মেল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা তবিবুর রহমান, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার ডালিম কুমার রায় প্রমূখ বক্তব্য দেন।
বক্তারা গভীর নলকুপ স্থাপনের তালিজা নির্বাচন, নিরাপদ পানি সরবরাহ এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ওয়াসব্লাক স্থাপনের উপর গুরুত্বারোপ করেন।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে