ইসি অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিলে পুলিশি বাধা

নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৩

ঢাকায় বুধবার (১৫ নভেম্বর) বিকালে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে বের হওয়া ইসলামী আন্দোলনের গণমিছিলে বাধা দিয়েছে পুলিশ। ফলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বের করা এ মিছিল থেমে যায় শন্তিনগরে। পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ায় বাধ্য হয়ে সেখানে পথসভা করেন তারা। একতরফা তফশিল ঘোষণার প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী এ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা।

মালিবাগ শান্তিনগর মোড়ে পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। কিন্তু সিনিয়র নেতারা তাদের নিবৃত করেন।

সেখানে পথসভায় দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, পুলিশ ভাইদের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই। চাইলেই ব্যারিকেড ভাঙতে পারি আমরা। কিন্তু আমরা শান্তিতে বিশ্বাস করি।

এর আগে গত রোববার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর