মন্তব্য
দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে আগামী ৭ জানুয়ারি। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ওই দিন থেকেই প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা। প্রচারণা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।
বুধবার (১৫ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার আগে রাজধানী ঢাকায় নির্বাচন ভবনে ইসির অন্যান্য কমিশনারসহ ইসি সংশ্লিষ্টদের সঙ্গে তফসিল নিয়ে বৈঠক করেন সিইসি।
বিডি/এন/এমকে