নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৩

দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বিএনপি।  প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকারের অধীনে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব না বলে তফসিল প্রত্যাখানের ঘোষণা দিয়েছে দলটি।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ তফসিল ঘোষণা করেন। এরপরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে তফসিল প্রত্যাখান করার ঘোষণা দেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাইরে কোনো কথা বলবেন না সিইসি। সেটারই জলন্ত প্রমাণ দেখলো জাতি।  তিনি বলেন, তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করার কথা বলে জাতির সঙ্গে মশকরা করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার থাকবে, আর নির্বাচন অবাধ হবে- এটা বিশ্বাস করা কঠিন। সব ডাহা মিথ্যা ভন্ডামি।

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর