মন্তব্য
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জনের বেশি শিশু ও তিন হাজারের বেশি নারী রয়েছে। আর চিকিৎসা কর্মী আছে ২০০ জনের মতো। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
জানা গেছে, নিহতদের মধ্যে ২২ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং ৫১ জন সাংবাদিকও রয়েছেন। ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিুনিদের সংখ্যা ২৯ হাজার ৮০০ ছুঁয়েছে। এর মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু।
শুধু প্রাণহানিই নয়, হামলায় ধ্বংসস্তুবে পরিণত হচ্ছে বিভিন্ন স্থাপনাও। হামলায় ইতোমধ্যে ৯৫টি সরকারি ভবন ও ২৫৫টি স্কুল, তিনটি গির্জা ও প্রায় ৭৪টি মসজিদ ধ্বংস হয়ে গেছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬২টি স্থাপনা।
বিডি/আই/এমকে