তিস্তা চুক্তি দ্রুত সই করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে ছয়টি নদীর পানিবণ্টনের ওপরও জোর দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কবির বিন আনোয়ার এবং ভারতের পক্ষে পঙ্কজ কুমার। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পানিসম্পদ মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সালে তিস্তা চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। কিন্তু গত ১০ বছরেও সই হয়নি। পানি বণ্টনের ওপর জোর দেওয়া ছয়টি নদী হচ্ছে- মনু, ধরলা, গোমতি, খোয়াই, দুধকুমার ও মুহুরি।
বৈঠকে গঙ্গা পানি চুক্তির অধীনে বাংলাদেশের পাওয়া পানির ব্যবহার নিশ্চিত করতে যৌথ সমীক্ষার ওপরও জোর দেয় বাংলাদেশ। রহিমপুর খাল খনন, তিতাস নদীর পানিদূষণ, পশ্চিমবঙ্গে পানি প্রত্যাহারের কারণে মহানন্দা নদীর পানি হ্রাস ও অববাহিকা ব্যবস্থাপনা নিয়ে এই দুই সচিব আলোচনা করেন।
এমকে