অস্ট্রেলিয়াকে আটকে দিতে চান বাংলাদেশের কোচ

নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৩

ফুটবল ২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়েরআইগ্রুপের ম্যাচে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। মেলবোর্নোর রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে মাঠে হবে ম্যাচটি। এ ম্যাচে যেভাবেই হোক অস্ট্রেলিয়াকে আটকে দিতে চান বাংলাদের কোচ হাভিয়ের কাবরেরা। তাদের বিপক্ষে মাঠে লড়াই করার মানসিকতা নিয়েই শিষ্যদের নামতে বলেছেন তিনি।

 

অস্ট্রেলিয়া প্রতিপক্ষ হিসেবে কেমন, সেটা ভালোই জানেন কাবরেরা। পরিসংখ্যান- শক্তির দিক দেখে অস্ট্রেলিয়াকে তিনি শক্তিশালীও মানছেন একবাক্যে। তবে রেক্টাঙ্গুলার স্টেডিয়ামের ম্যাচটি যেন টাইগারদের লড়াকু পারফরম্যান্স সবার চোখে পড়ে, এমনটাই জানিয়েছেন তার শিষ্যদের।।

ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে কাবরেরা বলেছেন, চার-পাঁচদিন ধরে আমরা এখানে আছি। তিনটি সেশন করেছি। দলের সবকিছু ইতিবাচক আছে। এখানকার আবহাওয়াটাও আমাদের জন্য চ্যালেঞ্জিং হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তিনি জানান, এশিয়ার অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে এখানে এসেছি। আশা করছি, ভাল অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে ফিরতে পারবো আমরা। এটা পরবর্তী প্রতিপক্ষ লেবাননের বিপক্ষে কাজে লাগাবো।

কাবরেরা জানান, লড়াকু হতে হবে, নিজেদের সামর্থ্য দেখাতে হবে আমাদের। আমরা জানি এটা কেমন চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া কেমন শক্তিশালী, বিশেষ করে ঘরের মাঠে সেটাও আমরা জানি। কাবরেরা বলেন, মহাদেশের কয়েকটি দলের সঙ্গে আমরা লড়াই করেছি। নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে অস্ট্রেলিয়ার কাজটা যতটা সম্ভব কঠিন করতে চাই আমরা।

 

বিডি/এস/এমকে


মন্তব্য
জেলার খবর