জয়পুরহাট-হিলি সড়কের পুরনাপৈল এলাকার গতন শহর নামক স্থানে পাথরবোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
এদিকে অগ্নি সংযোগ করার পরপরই দুর্বৃত্তরা সেখান থেকে চলে গেলে নিজেদের চেষ্টায় আগুন নেভায় ট্রাকটির চালক ও তার সহকারি। ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
অগ্নিসংযোগ করা ট্রাক চালক নওগাঁর আনন্দ নগর গ্রামের বাসিন্দা আকাশ হোসেন জানান, পঞ্চগড় থেকে পাথর নওগাঁয় নিয়ে যাচ্ছিলাম। পুরানাপৈল রেল লাইনের ক্রসিংয়ের অদূরে গতন শহর এলাকায় পৌঁছালে ট্রাকের গতি কমিয়ে দেই। এ সময় ৮/১০ যুবক এসে ট্রাকে ইটপাটকেল ছুঁড়তে থাককে। একপর্যায়ে ট্রাকের কাছে এসে আগুন ধরিয়ে দিয়েই দ্রুত পালিয়ে যায়। পরে অন্য যানবাহনের সহায়তায় সড়কের পাশের খাদ থেকে পানি ও রাস্তার বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলেন তারা।
জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তকরণে পুলিশ তদন্ত করছে।
বিডি/সি/এমকে