নির্বাচনকে প্রভাবিত করার মতো কাজ সরকার করবে না

নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৩

নির্বাচনকে প্রভাবিত করে এমন কোনো কাজ সরকার করবে না। সরকার রুটিন কাজ করবে। পলিসি-সিদ্ধান্ত নেওয়া বা আইন হবে না, কারণ সংসদ বসবে না।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানী ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় বা পুলিশের বিষয়ে নির্বাচন কমিশনের কিছু বলার থাকলে তারা সে নির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে। এরপরে নির্বাচনের কাজকর্ম দায়িত্বশীলভাবে করবে নির্বাচন কমিশন। নির্বাচনের কাজে যেসব সরকারি বিভাগ, সংস্থা বা অফিস তাদের প্রয়োজন হবে এবং নির্বাচন প্রভাবিত হবে না, সেসব নির্বাচন কমিশন করবে।  

নির্বাচনের কারণে কোনো পলিসি সিদ্ধান্ত নেওয়া হবে না। একটি দলের পক্ষে নির্বাচনকে প্রভাবিত করতে পারে রকম কাজ নির্বাচনকালীন সরকার করবে না বলেও জানান আইনমন্ত্রী।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর