ডিসিদের রিটার্নিং ও ইউএনওদের সহকারি রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৩

দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৪ জেলার জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঢাকা চট্টগ্রাম মহানগরীর নির্বাচনি এলাকার জন্য বিভাগীয় কমিশনারদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংক্রান্ত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রিটার্নিং কর্মকর্তা সহকারী কর্মকর্তাদের কর্ম পরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনায় রিটার্নিং কর্মকর্তাকে আইন বিধি মোতাবেক সব ধরনের সহায়তা দেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা।

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর