মন্তব্য
দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৪ জেলার জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর নির্বাচনি এলাকার জন্য বিভাগীয় কমিশনারদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রিটার্নিং কর্মকর্তা ও সহকারী কর্মকর্তাদের কর্ম পরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনায় রিটার্নিং কর্মকর্তাকে আইন ও বিধি মোতাবেক সব ধরনের সহায়তা দেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা।
বিডি/এন/এমকে