মন্তব্য
দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনে এক তরফা তফসিল ঘোষণার প্রতিবাদে পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে দলটির জেলা কার্যালয় জালাসি এলাকা থেকে মিছিলটি শুরু হয়, শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের সামনে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য দেন- জেলা ইসলামি আন্দোলনের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই,সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ, জেলা ইসলামি শ্রমিক আন্দোলনের সভাপতি কামরুল হাসান প্রধান প্রমূখ।
বক্তারা এক তরফা তফসিল ঘোষণা প্রত্যাখান করেন। একই সঙ্গে অবিলম্বে সরকারের পদত্যাগসহ ‘জাতীয় সরকারের’ অধীনে নিরপেক্ষ অংশগ্রহণমুলক নির্বাচন দেওয়ার জোর দাবি জানান।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে