ঘূর্ণিঝড় ‘মিধিলি’বাংলাদেশের দিকেই আসছে

নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৩

বঙ্গোপসাগরে সৃ্ষ্ট লঘুচাপটি ক্রমে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে মিধিলি  মিধিলি বাংলাদেশের দিকেই আসছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতেই উপকূলে আঘাত হানতে পারে। তবে ঘূর্ণিঝড়টি ভয়ংকর হবে না বলে ধারণা করছে আবহাওয়া সংশ্লিষ্টরা।

এদিকে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলে আকাশ মেঘলা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নদী বন্দরে নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আকাশ মেঘলা থাকায় সারা দিনে সূর্য না দেখা পাওয়ায় শীতের আমেজ বিরাজ করছে দেশে।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর