ফিলিস্তিনের গাজায় বৃহত্তম হাসপাতাল আল-শিফা হাসপাতালে অবস্থানরত বাস্তুচ্যুত মানুষ, রোগী, চিকিৎসা কর্মীসহ ৭ হাজারেরও বেশি মানুষ ‘মৃত্যুর সঙ্গে লড়াই’ করছেন। হাসপাতালটি ইসরায়েল অবরুদ্ধ করে রাখার পাশাপাশি হাসপাতালটিতে খাবার ও পানির ব্যাপক সংকটে এমন পরিস্থিতি তাদের। শুক্রবার (১৭ নভেম্বর) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, আল-শিফা হাসপাতালে শিশুদের জন্য কোনও খাবার, পানি বা দুধ নেই। বিদ্যুৎ বিভ্রাটও রয়েছে। এখন ইনকিউবেটর সুবিধা পাচ্ছে না, বিধায় অপুষ্টিত আক্রান্ত শিশুদের মৃত্যুও হতে পারে।
হাসপাতালে বর্তমানে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। সেখানে ৬৫০ জন রোগীর পাশাপাশি প্রায় ৭ হাজার বাস্তুচ্যুত মানুষ অবস্থান করছেন।
এদিকে ইসরায়েলি বাহিনী হাসপাতাল কম্পাউন্ডের সব যানবাহন ধ্বংস করে দিয়েছে। তারা চিকিৎসা কর্মী বা রোগীদের বের হতে দিতেও অপারগতা প্রকাশ করেছে। এমন পরিস্থিতিতে কম্পাউন্ডে উপস্থিত সবাইকে উদ্ধারের জন্য জরুরিভিত্তিতে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বিডি/আই/এমকে