সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘মিধিলি’-এর সম্ভাব্য সব বিপদ এড়াতে এ ঘোষণা দিয়েছে অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
শুক্রবার (১৭ নভেম্বর) বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এ ঘোষণা দেন।
এদিকে পাওয়া সবশেষ খবর অনুযায়ী, খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম শুরু করেছে মিধিলির অগ্রভাগ। এটা আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শেষ করতে পারে।
ওদিকে আবহাওয়ার এমন পরিস্থিতিতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের জন্য দেওয়া হয়েছে ৬ নম্বর বিপদ সংকেত।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট বেশি উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ এলাকায় থাকতে বলা হয়েছে।
বিডি/এন/এমকে