সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৩

সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড়মিধিলি’-এর সম্ভাব্য সব বিপদ এড়াতে এ ঘোষণা দিয়েছে অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

শুক্রবার (১৭ নভেম্বর) বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা ঘোষণা দেন।

এদিকে পাওয়া সবশেষ খবর অনুযায়ী, খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম শুরু করেছে মিধিলির অগ্রভাগ। এটা আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শেষ করতে পারে।

ওদিকে আবহাওয়ার এমন পরিস্থিতিতে পায়রা মোংলা সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।  চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের জন্য দেওয়া হয়েছে ৬ নম্বর বিপদ সংকেত।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় দ্বীপ চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে থেকে ফুট বেশি উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ এলাকায় থাকতে বলা হয়েছে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর