সালথায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের প্রাণহানি

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৩

ফরিদপুরের সালথায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে গট্টি ইউনিয়নের দরগাহগট্টি এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

ওই চালকের নাম নজরুল মাতুব্বর (৪৫) তিনি উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দী এলাকার মৃত মোজাহের মাতুব্বরের ছেলে। সংসারে তার স্ত্রী, দুই পুত্র চার কন্যা সন্তান রয়েছে।

জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালে সালথা বাজারে দুধ বিক্রি করে নজরুল মাতুব্বর নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে দরগাহ গট্টি এলাকায় পৌঁছালে ফরিদপুরের দিক থেকে আসা একটি খালি ট্রাকের (কুষ্টিয়া- ১১-১১২৬) সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলসহ  তিনি মাটিতে পড়ে যান ও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে ট্রাক নিয়ে চলে গেলেও আগুলদিয়া এলাকায় ট্রাক ফেলে পালিয়ে যায় চালক।

ওদিকে খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ মোটরসাইকেল উদ্ধার করে। পরে দুর্ঘটনা সংশ্লিষ্ট ট্রাকটি থানায় নিয়ে আসে। নজরুল ইসলামের মরদেহ বাড়িতে পৌছলে স্বজনদের আহাজারি ও বিলাপ শুরু হয়, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর