ফরিদপুরে অটোরিকশা উল্টে দুই পুলিশ নিহত

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৩

ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়েতে সিএনজিচালিত অটোরিকশা (থ্রি-হুইলার) উল্টে একই থানার পুলিশের দুই সদস্য নিহত ও তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল হোসেন কনস্টেবল নাসির উদ্দিন। আহতরা হলেন- একই থানার কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম সরদার মিথোয়াইচিং মারমা। আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলেও জানা যায়।

পুলিশ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য ভাঙ্গা থেকে ওই অটোরিকশায় রওনা হন তারা। পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। গুরুতর আহত হন বাকি তিনজন।

প্রত্যক্ষদর্শী জানান, বৃষ্টির মধ্যে ইটভাটা বাসা-বাড়িতে নেওয়ার সময় হালকা পড়ে থাকা মাটি এবং কাদায় সড়ক পিচ্ছিল ছিল। হঠাৎ বিকট শব্দে পুখুরিয়া বাসস্ট্যান্ডে দ্রুতগতির পুলিশ বহনকারী অটোরিকশাটি সড়কে ছিটকে উল্টে যায়। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম দুর্ঘটনাসহ হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর