পঞ্চগড়ে জামায়াত ইসলামী ও বিএনপির ৫ কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শিংরোড নায়েকপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে মো. বিপুল হাসান (২৪), তুলারডাঙ্গা এলাকার আ সাত্তারের ছেলে মাহাবুব রহমান (২৭), রামেরডাঙ্গা এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে রফিকুল ইসলাম (৩৮) , পুরাতন ক্যাম্প ঈদগা মাঠ এলাকার মৃত আসিম উদ্দিন মঙ্গলুর ছেলে জয়নুল ইসলাম জয় (২৩) ও আব্দুল মতিনের ছেলে মো. লিটন (২৯)।
এদের মধ্যে প্রথম দুজন শিবির সমর্থক, শেষের দুজন যুবদল সদস্য ও বাকিজন জামায়াত সমর্থক।
পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, মোটরসাইকেল ভাংচুর, মারপিট,চুরির ঘটনায় একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার পঞ্চগড় সদর থানায় জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুজ্জামান বাদী হয়ে মোটরসাইকেল ভাংচুর,মারপিট ও চুরির অভিযোগে একটি মামলা করেন। এ মামলায় পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল,ছাত্রদলের সভাপতি মো.তারেক,সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপান,সাংগঠনিক সম্পাদক জুয়েলসহ ৩৫ জন নামীয় এবং ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় ওই ৫জনকে গ্রেফতার দেখালো পুলিশ।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে