বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দলে পরিবর্তন আনল নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৩

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২১ নভেম্বর দেশে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে। সপ্তাহখানেক আগে এ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড দল। কিন্তু চলমান বিশ্বকাপে দলটির তারকা পেসার ম্যাট হ্যানরি চোট পাওয়ায় এ সিরিজ খেলা হচ্ছে না তার। এ কারণেই দলে পরিবর্ত আনছে কিউইরা।

ম্যাট হ্যানরির পরিবর্তে এ সিরিজে মাঠে নামবে নেইল ওয়েগনার। এক বিবৃতিতে নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম উইলস জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ওয়েগনার নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন বলে আশাবাদী তিনি

লেইল সম্পর্কে জানাতে গিয়ে উইলস আরও বলেন, আমরা সবাই জানি- সে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সে উপমহাদেশের মাটিতে অনেক ম্যাচ খেলেছে। সে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকবে। এ সিরিজে নেইলের স্কিল এবং অভিজ্ঞতা পাওয়া দারুণ এক ব্যাপার বলেও মনে করেন উইলস, জানান রেকর্ডই তার হয়ে কথা বলবে।

সফরে কিউই দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। দলের নিয়মিত স্পিনার এইজাজ প্যাটেলের সঙ্গে এ সফরে আসছেন মিচেল স্যান্টনারও। নিউজিল্যান্ড স্কোয়াডটিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, নেইল ওয়েগনার, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, এইজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।

 

বিডি/এস/এমকে


মন্তব্য
জেলার খবর