দেশে চলছে নির্বাচনের আমেজ। অনেক সিনেমা তারকা নাম লেখাচ্ছেন নির্বাচনে। সামনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সম্প্রতি নির্বাচনের তফসিল ঘোষণার পর আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
আসন্ন এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ার দৌড়ে মাঠে নেমেছেন বহু তারকা। নির্বাচনের মাঠে চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক আলমগীর, অভিনেতা সিদ্দিকুর রহমানের পাশাপাশি চিত্রনায়িকা অপু বিশ্বাসেরও নাম শোনা যাচ্ছে। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা।
এ প্রসঙ্গে ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেন, অনেক নারীর কাছে আলাদা একটি জায়গা রয়েছে আমার। আমার ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে তারা আমাকে ভালোবাসেন। তাই প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেয়, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব।
চিত্রনায়িকা আরও বলেন, হ্যা, এবার নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারীদের নেতৃত্বে সাপোর্ট দিয়ে এসেছেন।
অপু বিশ্বাস বলেন, আমাদের চলচ্চিত্র হচ্ছে কর্মজীবী মানুষদের ঘিরে। কিন্তু সেখানে অস্থিরতা বিরাজ করলে আমাদের কাজের জায়গা একেবারেই সংকুচিত হয়ে যায়।
তাই আমি মনে-প্রাণে চাইব আসন্ন নির্বাচনে আওয়ামী লীগই ক্ষমতায় আসুক। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমাদের যে উন্নয়ন করেছে, এটার বিকল্প আর কিছু নেই। কিছু দিন পরই তো জাতীয় নির্বাচন। তাই অপেক্ষা করছি।
অনেক আগে থেকেই পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অপু বিশ্বাস। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি।