নওগাঁ ইয়ুথ ক্লাবের যাত্রা শুরু

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৩

তারুণ্যের সাথে পরিবর্তনের প্রতিশ্রুতি আদর্শ দেশপ্রেমিক গঠনের শপথ নিয়ে যাত্রা শুরু করলো "নওগাঁ ইয়ুথ ক্লাব" তরুণদের হতাশা, আত্মহত্যা, মাদক পর্নোগ্রাফি আসক্তির দিকে ধাবিত হওয়া থেকে বিরত রাখতে কাজ করবে সংগঠনটি।

শনিবার (১৮ নভেম্বর ২০২৩) সকাল ১০ টায় নওগাঁ জেলা প্রেস ক্লাবে শহরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করে সামাজিক এ সংগঠন।

যাত্রা শুরুর অনুষ্ঠানে ছিল আলোচনা সভা রক্তদাতা সম্মাননা প্রদান। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. আব্দুল মুয়ীদ, ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ রক্সি। শহরের পাঁচ জন নিয়মিত রক্তদাতাকে সম্মাননা স্মারক বই উপহার প্রদানের মাধ্যমে সংগঠনটির উদ্বোধন ঘোষণা করা হয়।

 

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিভাগের প্রভাষক মো. আব্দুস সবুর এবং নওগাঁর অ্যাডভোকেট মো. আব্দুল মুয়ীদকে উপদেষ্টা করে শিক্ষার্থীদের নিয়ে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় সংগঠনটির। নওগাঁ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল আমিন স্বাধীনকে আহ্বায়ক এবং নওগাঁ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুলতান শাহরিয়া শাফিকে সদস্য সচিব করা হয় আহবায়ক কমিটির।

বিডি/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর