রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৩

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে শনিবার (১৮ নভেম্বর) সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়াম এবং সৌদি আরব সফরসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করেন তাঁরা। ব্রাসেলস জেদ্দা সফর সংক্রান্ত দুটি প্রতিবেদনও রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন।

এর আগে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার স্ত্রী . রেবেকা সুলতানা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপ্রতি তার সহধর্মিনীকেও ফুলের তোড়া উপহার দেন প্রধানমন্ত্রী।  

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর