নির্বাচন বানচালে অগ্নিসন্ত্রাস করলে পরিণতি ভালো হবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৩

মানুষের ওপর যাদের আস্থা ও বিশ্বাস নেই, দল হিসেবেও যারা সুসংগঠিত নয়, তারা দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন  আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা হিসেবে অগ্নিসন্ত্রাস করলে পরিণতি ভালো হবে না, দেশের মানুষই তাদের শাস্তি দেবে।

শনিবার (১৮ নভেম্বর)  রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন।  নির্বাচনে আসার সিদ্ধান্ত নেওয়া সব দলকে এ সময় সাধুবাদ জানান শেখ হাসিনা। 

দেশের মানুষের প্রতি আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের কষ্টে অর্জিত গণতান্ত্রিক ধারাকে কেউ যেন ব্যাহত করতে না পারে। তিনি জানান, দেশবাসী ভোট দিয়ে তাদের প্রিয় মানুষকে নির্বাচিত করবে। এটা হচ্ছে জনগণের অধিকার। যারা জনগণের অধিকার কেড়ে নিতে চেষ্টা করবে, অগ্নিসন্ত্রাস করবে, জনগণই তাদের প্রতিরোধ করবে।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর