পাবনার চাটমোহর উপজেলার সীমান্ত এলাকা কাটাখালী বিলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে ১০/১২ জন আহত হয়েছেন, আহতদের মধ্যে নারীও আছে। শনিবার (১৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। মারামারির কারণ জমি নিয়ে বিরোধ। এলাকাবাসী সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কাটাখালী গ্রামে মারামারির ঘটনায় আহত ১১ জন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। এর মধ্যে শামসুল সরকার, রিন্টু সরকার, মিতা খাতুন, কামরুল ইসলাম, শহিদুল ইসলাম, ফাতেমা বেওয়া, আ. গফুর সরদার ও আওয়াল সরদারের নাম জানা গেছে।
এলাকাবাসী জানান, ঘটনার আগে বিলের জমিতে আবাদ করতে যায় শামসুল আলম। এ সময় গফুর সরদার বাধা দিলে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়। শামসুল সরকার ও গফুর সরদারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি/সি/এমকে