চট্টগ্রাম সংবাদদাতা
এখন থেকে সোয়া ঘণ্টায় চট্রগ্রাম থেকে আকাশপথে যাওয়া যাবে সিলেট। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) আভ্যন্তরীণ নতুন এই রুট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
উদ্বোধনী দিনে ৭৪ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় প্রথম ফ্লাইট।এই সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন এবং অনবোর্ড লটারি করে বিজয়ী নির্ধারণ করেন। উদ্বোধনী দিনে টিকিটে ১৭ শতাংশ ছাড় দেওয়া হয় যাত্রীদের।
বিমান সূত্রে জানা গেছে, এই রুটে সপ্তাহে দুইদিন ফ্লাইট পরিচালনা করবে বিমান। টিকেট বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে কেনা যাবে। বিস্তারিত তথ্য www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৯৯০৯৯৭৯৯৭ যোগাযোগ করে জানা যাবে।
ডিকেটি/এমকে