মন্তব্য
দেশের বাজারে ভরি প্রতি ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে সোনার দাম। ফলে ২২ ক্যারেটের সোনা কেনাবেচা হবে ভরিপ্রতি ১ লাখ ৬ হাজার ৩৭৫ টাকা। নতুন দর রোববার (১৯ নভেম্বর) থেকে কার্যকর হবে।
শনিবার (১৮ নভেম্বর) এ দাম বাড়ানোর ঘোষণা দেয় সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে।
নতুন দরে ২১ ক্যারেট ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা, ১৮ ক্যারেট ৮৭ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৭২ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে ভরি প্রতি সোনার দাম ।
বিডি/ই/এমকে