বিএনপি বলে আসছে, দলীয় সরকারের অধীনে ও ঘোষিত তফশিলে নির্বাচনে অংশ নেবে না তারা। তারপরও বিএনপিসহ ৪৪টি দলকে মনোনয়নপত্র প্রত্যয়ন সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে দলীয় মনোনয়নপত্রে কে প্রত্যয়ন করবেন, সেটা জানতে চাওয়া হয়েছে।
এদিকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিএনপির একটা অংশ চাচ্ছে- বর্তমান দলীয় নির্বাচনকালীন সরকারের অধীনেই নির্বোচনে যাওয়ার। তাদের অন্তত অর্ধশত নেতা নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এর মধ্যে দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী দুজন সদস্য ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ’-এর ব্যানারে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, বিএনপির ১২৫ নেতা এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। যদিও বিএনপির পক্ষ থেকে ওই সদস্যকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নির্বাচনে যেতে আগ্রহী বিএনপির নেতারা দলীয় মনোনয়নপত্রে কার সই নিয়ে নির্বাচন কমিশন থেকে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করবেন, সেটা নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি সংশয় সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্য বলছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলাদা মামলায় সাজা পেয়েছেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ কয়েক নেতা কারাবন্দি, গা ঢাকা দিয়ে আছেন জ্যৈষ্ঠ অন্য নেতারাও। এমন পরিস্থিতিতে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্রে কে প্রত্যয়ন করবেন, সেটা নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে।
ওইদে ইসি তার চিঠিতে মনোনীতদের মনোনয়ন দেওয়ার ক্ষমতা এবং প্রতীক বরাদ্দ প্রসঙ্গে জানতে চেয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে জোটভুক্ত নির্বাচন ও দলীয় বা জোটের প্রার্থীর মনোনয়নের বিষয়ে জানাতে বলা হয়েছে। দলগুলোর ইমেইলে পৃথকভাবে এ চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিধান অনুযায়ী প্রত্যেক মনোনয়নপত্রের সঙ্গে দলিলাদি সংযুক্ত করতে হবে। নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে- এমন প্রত্যয়নপত্র দিতে হবে, প্রত্যয়নপত্রটি নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর স্বাক্ষরিত হতে হবে। তবে কোনো নিবন্ধিত দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে একাধিক প্রার্থীকেও মনোনয়ন দেওয়া যাবে। একের অধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে সেক্ষেত্রে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা এ ধরনের পদধারী ব্যক্তির স্বাক্ষরিত একটি লিখিত নোটিশ দিতে হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ের পূর্বে তিনি স্বয়ং বা তার প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তাকে প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন সম্পর্কে জানাতে হবে। এতে ওই দলের অন্যান্য প্রার্থীর প্রার্থিতা স্থগিত করবেন রিটার্নিং কর্মকর্তা।
বিডি/আরডি/এমকে