মন্তব্য
রোবারর (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে সারা দেশে টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল শুরু হয়েছে। একতরফা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে আগেই এ হরতাল ডাকে বিএনপি।
এদিকে বিএনপির ডাকা এ হরতালের প্রতি সমর্থন জানিয়ে আলাদাভাবে একই সময়ের জন্য হরতাল ডাকে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ গণঅধিকার পরিষদ, লেবার পার্টি, এলডিপি।
এদিকে হরতালের আগের দিনে শনিবার (১৮ নভেম্বর) রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। চলমান হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিডি/আরডি/এমকে