গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৩

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস তার আশপাশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ভোরের দিকে ইসরায়েলি বিমান বাহিনী খান ইউনিসের একটি ব্যস্ত আবাসিক এলাকায় প্রথম দফায় বোমা বর্ষণ করে। এতে ২৬ জন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় ২৩ জন। এর কিছু সময় পর খান ইউনিসের কয়েক কিলোমিটার দূরের শহর দেইর রাল বালাহে বোমা বর্ষণ করে। সেখানে জন ফিলিস্তিনি নিহত হয়। এরপর বিরতি দিয়ে বিকালের দিকে খান ইউনিসে আবারো হামলা চালায়। এতে  সেখানকার একটি বাড়িতে ১৫ জন নিহত হন।

 

বিডি/আই/এমকে


মন্তব্য
জেলার খবর