মন্তব্য
বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে একাই থাকেন অভিনয়শিল্পী ও মডেল মা আজমেরী বাঁধন। ছোট্ট সায়রার কাছে এখন বাঁধনই তার মা ও বাবা। বাঁধনের জগতটাই মেয়েকে ঘিরে। মেয়েকে বাঁধন বাবা-মায়ের ভালোবাসা দিয়েই গড়ে তুলছেন।
মা-মেয়েকে দেখা গেল কক্সবাজারে। বিস্তীর্ণ সমুদ্র সৈকতে মেয়েকে নিয়ে আনন্দময় সময় কাটাচ্ছেন। বাঁধনের মেয়ে সায়রার বয়স এখন ৯ বছরের কাছাকাছি।
মঙ্গলবারে রক্তচাপ পরীক্ষার পর লাইফ জ্যাকেট পরানো হলো লাক্স তারকা বাঁধনের মেয়ে সায়রাকে। এরপর মাটিতে পড়ে থাকা প্যারাস্যুটের দড়ি ধরে দৌড়ে এলেন একজন। রংধনু রঙের বিশাল প্যারাস্যুটের বেল্ট কোমরে বেঁধে দেওয়া হলো তাঁর। এরপর স্পিডবোট ছুটতে শুরু করার সঙ্গে সঙ্গে আকাশে উড়ল সায়রা।