আপিল বিভাগেও জামায়াতের নিবন্ধন বাতিলের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৩

দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ঘোষণা করা সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রীম কোটের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিল রোববার (১৯ নভেম্বর) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (১৯ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বিচারপতির বেঞ্চ আদেশ দেন।  আপিল শুনানির শুরুতে জামায়াতের পক্ষে সময় প্রার্থনা করা হয় আদালতে। এ সময় আপিল বিভাগ বলেন, আপনাদের সময় আবেদন খারিজ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল ডিসমিস ফর ডিফল্ট ঘোষণা করছি।

জামায়াতে ইসলামীকে ২০০৮ সালের নভেম্বর সাময়িক নিবন্ধন দেওয়া হয়। পরের বছর হাইকোর্টে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ রিট করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সভাপতি, জাকের পার্টির তৎকালীন মহাসচিব, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট ২৫ জন। পরবর্তীতে আইনি ধাপ অনুসরণ শেষে জামায়াতকে দেওয়া নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন ২০১৩ সালের আগস্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ বলে রায় দেন বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম বিচারপতি কাজী রেজা-উল-হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর (লার্জার) বেঞ্চ।  পরবর্তীতে  আপিল বিভাগে রায়ের বিরুদ্ধে আবেদন করে জামায়াতে ইসলামী।

 

বিডি/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর