মন্তব্য
নীলফামারীর সৈয়দপুরে ডোবা থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ নভেম্বর) সকালে সৈয়দপুর বাইপাস সড়কের ইট ভাটার মোড়ের ডোবায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কয়েকদিন ওই বৃদ্ধাকে বাইপাস সড়ক এলাকায় ভিক্ষা করতে দেখা গেছেন। তিনি মানষিক ভারসাম্যহীন ছিলেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ওই বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে