তফসিল পেছানোর দাবি বিরোধী নেতা রওশনের

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৩

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সাক্ষাতকালে তিনি রাষ্ট্রপতির কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের তারিখ পুনর্বিবেচনার দাবি জানান। সংলাপ আয়োজনের কথা বলেছেন। একই সঙ্গে এ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে, সেই কথাও রাষ্ট্রপতিকে জানিয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর সরকারি বাসভবন বঙ্গভবনে যান রওশন এরশাদের নেতৃত্বে সদস্যের জাতীয় পার্টির প্রতিনিধি দল।

সাক্ষাৎ শেষে সংসদের বিরোধী দলীয় চিপ হুইপ মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের জানান, আগামী ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের বিষয় রয়েছে। এ কারণে তফসিল পেছানো যায় কি নাএমন প্রস্তাব রাষ্ট্রপতির কাছে করা হয়েছে। তাছাড়া সুষ্ঠু অবাধ নির্বাচনের স্বার্থে তফসিল কিছুটা পেছানোর দাবি জানানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজনের কথাও বলা হয়েছে তাঁকে।

রাষ্ট্রপতি বলেছেনসংবিধান সংরক্ষণের জন্য নির্বাচনটা প্রয়োজন। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু হয়- সেই বিষয়গুলো দেখবেন তিনি। তফসিলের তারিখ পূনবিবেচনা প্রসঙ্গে রাঙ্গা আরও বলেন, রাষ্ট্রপতি বলেছেন২৮ বা ২৯ তারিখ একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হবে। তাই সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা রয়েছে। তারপরও আপনাদের প্রস্তাবের বিষয়ে সবার সঙ্গে কথা বলে দেখবো- কোন সুযোগ আছে কি না। রাষ্ট্রপতি এসব নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করারও আশ্বাস দিয়েছেন বলে জানান রাঙ্গা।

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর