ভোটের সার্বিক বিষয় জানতে চেয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয় নির্বাচনের কাছে জানতে চেয়েছে ঢাকায় সফররত কমনওয়েলথের প্রতিনিধি দল। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করেনি তারা।

রোববার (১৯ নভেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য কমিশনারের সঙ্গে বৈঠক করে কমনওয়েলথের চার সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচনের সার্বিক বিষয় জানতে চাওয়ার পরে তাদের নির্বাচন বিষয়ে ধারণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৈঠক শেষে ইসি সচিব ও কমিশনের মুখপাত্র মো. জাহাংগীর আলম জানান, কমনওয়েলথের এ অগ্রবর্তী দল কমনওয়েলথ সচিবালয়ে গিয়ে রিপোর্ট জমা দেবেন। এ রিপোর্টের ভিত্তিতে কমনওয়েলথের পূর্ণাঙ্গ টিম নির্বাচন পর্যবেক্ষণে আসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে কোনও আলোচনা হয়নি। শুধু নির্বাচন পদ্ধতি, নির্বাচনি আইন, বিধি-বিধান, ভোট ব্যবস্থাপনা, ভোটের দিন যানবাহন ব্যবস্থাপনা বিষয়ে অবহিত হতে চেয়েছেন। ইসি এসব বিষয় তুলে ধরেছে তাদের কাছে, তারা সন্তোষ প্রকাশ করেছেন।

ইসি সচির আরও জানান, তাদের কাজ হচ্ছে বাংলাদেশের নির্বাচন পদ্ধতির বিষয়ে জানা। তারা অন্য কোনও প্রশ্ন করেনি। জানতে চেয়েছেন- দেশের নির্বাচন পদ্ধতিতে ভোটাররা কীভাবে ভোট দিতে যাবেন, ভোট নেওয়া হবে, ভোট স্বচ্ছ করতে গেলে ভোট পদ্ধতিসহ রিটার্নিং অফিসারসহ সবার কাজগুলোর বিষয়ে।

 

এদিকে কমনওয়েলথ প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড এন্ড্রো জানান, কয়েকটি উদ্দেশ্য নিয়ে কাজ করি আর। এর অংশ হিসেবে নির্বাচন কমিশনসহ  সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে। জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি অবহিত হওয়ার পাশাপাশি বিদ্যমান পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা। বিদ্যমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের আগাম মন্তব্য করতে রাজি হননি তিনি।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর