কেউ ডিবির কথা বললেই বিশ্বাস করবেন না

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৩

গোয়েন্দা পুলিশের (ডিবি) নাম ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজনকে তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, ডিবি গ্রেফতার করতে গেলে অবশ্যই তাদের আইডি কার্ড ঝুলানো থাকবে। পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আধুনিক ড্রেস শরীরে থাকবে। এছাড়া কেউ ডিবির কথা বললে বিশ্বাস করবেন না।

রোববার (১৯ নভেম্বর) মিন্টো রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। গোয়েন্দা সংস্থার পরিচয়ে কাউকে গ্রেপ্তার করে থাকলে ডিবি সংশ্লিষ্ট থানাকে জানানোর কথাও বলেন তিনি।

হারুন জানান বলেন, ডিবি সদস্যরা যদি কাউকে আটক করে- সেটি আইনসম্মত প্রক্রিয়ায় মামলা, ওয়ারেন্ট অথবা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সে অনুযায়ী গ্রেপ্তার করতে যায়।  তিনি জানান, অনেক সময় কিছু অপরাধীরাও অপহরণের উদ্দেশ্যে তুলে নিয়ে যায়। তারাও ডিবির নাম ব্যবহার করে। আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে অন্য কেউ ডিবি পরিচয়ে কাউকে নিয়ে  গেলে সেটা আমরা জেনে যাই। এর আগেও ডিবি, র‌্যাব পরিচয়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর