স্বামীর পরকিয়া থাকার সন্দেহে নববধূর আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৩

সাতক্ষীরার তালা উপজেলায় বিয়ের তিন মাসের মাথায় সুরাইয়া খাতুন (১৮) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার (১৯নভেম্বর) সন্ধ্যায় খলিশখালী ইউনিয়নের বাগমারা গ্রামে স্বামীর বাড়িতে তিনি বিষপান করেন। স্বামী পরকিয়া করেন- এমন সন্দেহ থেকে সৃষ্ট কলেহের জেরে তিনি বিষপান করেন বলে জানা গেছে।

সুরাইয়া খাতুন একই উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে। তার স্বামীর নাম রুহুল আমিন।

জানা গেছে, মাস তিনেক আগে সুরাইয়া খাতুনের সঙ্গে রুহল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর পরকিয়ার সন্দেহ নিয়ে প্রায়ই তাদের মধ্যে কলহ হতো। রোববার দুপুরে এ নিয়ে কলহ হওয়ায় বিষপান করে সুরাইয়া। বিষয়টি টের পেয়ে  পরিবারের সদস্যরা তাকে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক তার অবস্থান অবনতি দেখে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর সাতক্ষীরা  নেওয়া পথে পাটকেলঘাটা নামক স্থানে মৃত্যু হয় তার।

খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন জানান, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে তিনি ‍শুনেছেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদ হোসেন জানান, লাশ  ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। থানায় একটি অপমৃত্যু মামলা  হয়েছে।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর