মন্তব্য
বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে স্কটল্যান্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের ছয় সদস্যের পার্লামেন্টারি গ্রুপের (সিপিজি)একটি প্রতিনিধি দল এ আগ্রহ প্রকাশ করে।
সোমবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।
প্রেস সচিব আরও জানান, স্কটিশ সংসদ সদস্যরা বলেন- বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে ভাষাগত অদক্ষতা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা শেখানোসহ বৃত্তিমূলক ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সুত্র বাসস
বিডি/এন/এমকে