কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম কারাগারে থাকায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
রোববার (১৯ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমান ইকবাল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর কিশোরগঞ্জের ভৈরব থেকে জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলমকে গ্রেফতার করে ঢাকার গোয়েন্দা পুলিশ।
বিডি/মাহবুবুর রহমান/সি/এমকে