মন্তব্য
সরকারের দুই টেকনোক্র্যাট মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও তিনজন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেছেন তারা। এ পদত্যাগ কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলেই সেটা কার্যকর হবে।
সোমবার (২০ নভেম্বর) রাজধানী ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান- অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র জমা দেওয়া দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রী হচ্ছেন— মোস্তাফা জব্বার, ইয়াফেস ওসমান ও শামসুল আলম।