অভিনেতারা যখন এক এক করে রাজনীতিতে যোগ দিচ্ছেন, সে সময় দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিটা কিভাবে দেখছেন দেবলীনা? তার জবাবে অভিনেত্রী দেবলীনা দত্ত বলেন, 'এখন রাজনৈতিক সার্কাস চলছে। রাজনীতি করতে গেলে এতদিন একটা ব্যাকগ্রাউন্ড লাগত। এখন রাজনীতিতে ঢোকার রাস্তা হলো অভিনেতা বা অভিনেত্রী হওয়া'।
'এটা আমার কাছে খুবই দুঃখজনক ঘটনা। আমি রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন। কিন্তু কোনোদিন সক্রিয় রাজনীতি করব না। আমি কমিউনিজমে বিশ্বাসী। তবে এই মুহূর্তে আমি কোনো দলকে সমর্থন করি না। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার কাছে শেষ এক বছর ধরে প্রস্তাব রয়েছে'।
'বিজেপি থেকে বারবার যোগযোগ করা হয়েছে। আমি রাজি না হওয়ায় বিজেপির তরফ থেকে আক্রমণও করা হয়েছে। আমায় ধর্ষণের হুমকি দেওয়ার সময় বরং রাজ্য সরকারের কাছ থেকে আমি নিরাপত্তা পেয়েছি। তখন ভেবেছিলাম, সরকারের তরফ থেকে প্রস্তাব আসবে। সারপ্রাইজিংলি সেটা আসেনি'।